কার্যক্রম ও সেবাসমূহঃ
প্রশিক্ষণ সংক্রান্তঃ
প্রশিক্ষনার্থীদের যোগ্যতাঃ
ক) বয়স সীমা : ১) ১৮-৩৫ বৎসর বয়সের বেকার যুবক ও যুব মহিলা, যারা
বাংলাদেশের নাগরিক।
খ) শিক্ষাগত যোগ্যতা : ১) তালিকার ১-১০ ক্রমিকে বর্নিত সকল প্রশিক্ষনের জন্য নূন্যতম
৫ম শ্রেনী পাশ বিবেচনায় নেয়া যেতে যায়।
প্রশিক্ষনে ভর্তি পদ্ধতিঃ
ক) বিজ্ঞপ্তি প্রকাশঃ স্ব স্ব উপজেলা কার্যালয় স্থানীয়ভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে
(বিভিন্ন নোটিশ বোর্ড, জনবহুল স্থান, যুবসংগঠন ইত্যাদি স্থানে)।
খ) আবেদনের নিয়মঃ সাদা কাগজে উপজেলা/ইউনিট থানা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে জীবন বৃত্তান্ত সহ আবেদন
করতে হবে।
গ) আবেদনের সাথে সংযুক্তিঃ আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
১) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
২) ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/কমিশনার এর নিকট থেকে নাগরিকত্ব সনদের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্রের
কপি।
৩) সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি-১ কপি।
যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালী সদর উপজেলা হতে বেকার যুবদের আত্ম-কর্মসংস্থানের জন্য নিম্নলিখিত ট্রেড সমূহে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
ক্রঃ নং | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের নাম | মেয়াদ | |
১ | পারিবারিক হাঁস-মুরগী ও খামার স্থাপনঃ |
| |
১.১ | ব্রলয়ার পালন ও খামার স্থাপন | ৭-১০ দিন | |
১.২ | লেয়ার মুরগী পালন ও খামার স্থাপন | ৭-১০ দিন | |
১.৩ | উন্নতমানের হাঁস পালন ও খামার স্থাপন | ৭-১০ দিন | |
১.৪ | কোয়েল পালন | ৭-১০ দিন | |
২. | গবাদিপশু পালনঃ |
| |
২.১ | গরু মোটাতাজাকরণ | ৭-১০ দিন | |
২.২ | গাভী পালন | ৭-১০ দিন | |
২.৩ | ছাগল পালন | ৭-১০ দিন | |
৩. | মৎস চাষ বিষয়কঃ |
| |
৩.১ | মৎস চাষ | ৭-১০ দিন | |
৩.২ | চিংড়ি চাষ | ৭-১০ দিন | |
৪. | কৃষি বিষয়কঃ |
| |
৪.১ | শাক-সবজি চাষ ( শীত ও গ্রীষ্মকালীন ) | ৭-১০ দিন | |
৪.২ | মাশরুম চাষ | ৭-১০ দিন | |
৪.৩ | নার্সারি সৃজন/ব্যবস্থাপনা | ৭-১০ দিন | |
৪.৪ | বনায়ন | ৭-১০ দিন | |
৪.৫ | ফুলের চাষ | ৭-১০ দিন | |
৪.৬ | ফলের চাষ | ৭-১০ দিন | |
৪.৭ | তুঁত চাষ | ৭-১০ দিন | |
৪.৮ | বাঁশ চাষ | ৭-১০ দিন | |
৪.৯ | মশলার চাষ | ৭-১০ দিন | |
৪.১০ | কৃত্রিম মুক্তা চাষ | ৭-১০ দিন | |
৫. | অন্যান্যঃ |
| |
| ৫.১ | মৌমাছির চাষ | ৭-১০ দিন |
৫.২ | মৃৎশিল্প/পোড়া মাটির শিল্প | ৭-১০ দিন | |
৫.৩ | হস্তশিল্প (নকশী কাঁথা/ওয়ালম্যাট/বেডকভার/শোপ স/টাইডাই/ব্রাশপ্রিন্ট/ স্ক্রিণপ্রিন্ট ) | ৭-১০ দিন | |
৫.৪ | বাঁশ ও বেতের সামগ্রী তৈরী | ৭-১০ দিন | |
৫.৫ | পাটজাত পণ্য তৈরী | ৭-১০ দিন | |
৫.৬ | পটারী পণ্য তৈরী | ৭-১০ দিন | |
৫.৭ | ক্ষুদ্র ব্যবসা | ৭-১০ দিন | |
৫.৮ | মাছ ও পশু পাখীর খাদ্য তৈরী এবং বিপণন | ৭-১০ দিন | |
৫.৯ | তাঁত প্রশিক্ষণ (কোমর তাঁত, দেশী তাঁত, সতরঞ্জি) | ৭-১০ দিন | |
৫.১০ | গ্রামীণ স্যানিটারি ল্যাট্রিন তৈরী ও বিপণন | ৭-১০ দিন | |
৫.১১ | ফোটোগ্রাফি/ভিডিও ফিল্ম তৈরী | ৭-১০ দিন | |
৬. | সেলাই/দর্জি প্রশিক্ষণ (মেট্রো ইউনিট থানা ও সদর উপজেলা ব্যতীত) | ৭-১০ দিন | |
৭. | ইলেকট্রিক ওয়্যারিং বিষয়ে প্রাথমিক ধারণা (বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানভিত্তিক) | ৭-১০ দিন | |
৮. | বিউটিশিয়ান (বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানভিত্তিক) | ৭-১০ দিন | |
৯. | ফাষ্ট ফুড (বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানভিত্তিক) | ৭-১০ দিন | |
১০. | ব্লক ও বাটিক প্রশক্ষণ কোর্স (মেট্রো থানা ব্যতীত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানভিত্তিক) | ৭-১০ দিন |
বিঃ দ্রঃ উল্লেখিত ট্রেডের বাইরে স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্য কোন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করতে হলে প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে।
ঋণসংক্রান্তঃ
যুবরা যাতে আত্ম কর্মে নিয়োজিত হতে পারে এজন্য প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে প্রশিক্ষিত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যুব ঋন তহবিল রয়েছে। উক্ত তহবিল থেকে প্রশিক্ষিত যুবদের ঋন প্রদান করা হয়। এ ঋনের পরিমান প্রাতিষ্ঠানিক ট্রেডে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনপ্রাপ্ত একজন ঋন গ্রহিতাকে ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০হাজার টাকা এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে সল্পমেয়াদী প্রশিক্ষন প্রাপ্ত একজন ঋনগ্রহিতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ঋণপ্রদান করা হয়। সর্বোচ্চ ৩ মাস গ্রেস পিরিয়ড এরপর ২৪ টি মাসিক কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে হয়। এ ঋণের সূদের হার ১০% (ক্রমহ্রাসমান)।
আত্মকর্মীঃ
প্রশিক্ষিত যুবদেরস্ব-কর্মে নিয়োজিত করণের লক্ষ্য্ প্রকল্প গ্রহণে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়। গৃহীত প্রকল্পসমূহ সঠিকভাবে পরিচালনা ও সম্প্রসারণের জন্য নিবিড়ভাবে তদারকি করা হয়।
=> সংগঠন তালিকাভুক্তি সংক্রান্তঃ
দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। তাই বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত করা হয়। এ পর্যন্ত তালিকাভুক্ত যুব সংগঠনের সংখ্যা - ৮৩ টি।
=> যুব উন্নয়ন অধিদপ্তর ও তালিকাভুক্ত বেসরকারী যুব সংগঠণের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন প্রকল্পঃ
এ প্রকল্পের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও তালিকাভুক্ত বেসরকারী যুব সংগঠণের মধ্যে সার্বক্ষনিক যোগোযগের নেটওয়ার্কিং স্থাপন করাহয়ে থাকে। এর আওতায় দুটিসংগঠনের কার্যক্রম চলমানআছে। সংগঠন দুটির নামঃ-
ক) আদর্শ মহিলা সংস্থা,চর পাড়া, পটুয়াখালী।
খ) স্বনির্ভর মহিলা সংস্থা (এস এম এস),সবুজবাগ ৪ র্থ লেন, পটুয়াখালী।
=>যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্তঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান করা হয়। যেসব সংগঠনের কার্যক্রম সন্তোষজনক সেসব সংগঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করাহয়। মন্ত্রণালয় হতে যাচাই বাছাই পূর্বক অনুদান মঞ্জুরহয়।
=>জাতীয় যুব পুরষ্কার সংক্রান্তঃ
যুব উন্নয়ন অধিদপ্তর হতে যেসকল যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করে আত্ম কর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর জাতীয় যুব পুরষ্কার প্রদান করা হয়। গত ২০১১ সালে সংগঠক ১ জন ও সফল আত্নকর্মী ১ জন সহ মোট ৪ জন জাতীয় যুব পুরষ্কার লাভ করেন।
=>বিবিধঃ
ক) উদ্বুদ্ধকরন।
খ) প্রশিক্ষিত যুবদেরকে প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
গ) সামাজিক সচেতনতামূলক বিভিন্ন ইস্যুতে যেমন যৌতুকপ্রথা বিরোধী আন্দোলন,
বাল্যবিবাহরোধ,বইপড়া,বইউপহার,স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার,প্রজনন স্বাস্থ্য ও এইচআইভি এইডস বিষয়ক
ধারণা প্রদান,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ইত্যাদি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য
কর্মসূচী গ্রহণ এবং বাস্তবায়ন।
ঘ) যুবক্লাব/যুব সংগঠনের মাধ্যমে বিভিন্ন জনহিতকর কর্মসূচী বাস্তবায়ন ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS